ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বাংলাদেশকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

প্রকাশিত : ১৯:৩১, ৭ জুন ২০১৯

বিশ্বকাপের বাহিরে বাংলাদেশের বিপক্ষে বেশ শস্তিশালী হলেও, বিশ্বকাপের মঞ্চে টাইগারদের বিরুদ্ধে ইংল্যান্ডের পারফরম্যান্স অনেকটা নড়বড়ে। ক্রিকেটের গেল দুই সর্বোচ্চ আসরেই টাইগারদের কাছে হেরেছে ইংলিশরা। এবার বাংলাদেশকে নিয়ে তাই বেশ সতর্ক তারা। তাই, নতুন কৌশলে আগাচ্ছে ইংলিশরা।

বিশ্বকাপের দ্বাদশ আসরে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় দিয়ে দারুন সূচনা করলেও, পাকিস্তানের কাছে হেরে কিছুটা চাপে ইংল্যান্ড। আগামীকাল কার্ডিফে অনুষ্ঠিতব্য ম্যাচ নিয়ে তাই নতুন করে হিসেব কষছেন মর্গানরা।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। দু’বার জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা, একবার আকাশি-নীলরা। ঘরের মাঠে তাই অতীত রেকর্ড ভাঙতে মরিয়া মরগান-রুটরা।

তুননামূলক পেসে বাংলাদেশ যে কিছুটা দুর্বল, তা সবারই জানা। সে কথা মাথায় রেখেই নতুন রণকৌশল সাজাতে ব্যস্ত মর্গানের দল। নিয়মিত চার পেসারের সঙ্গে এদিন যোগ হতে পারেন বাড়তি আরেকজন ফাস্ট বোলার। দলের সঙ্গে যোগ হতে পারেন পেসার লিয়াম প্লাংকেট।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। শর্ট বল খেলতে না পারা পাকিস্তানি ব্যাটসম্যানদের বিপক্ষে লাইন লেন্থ ধরে বল করা পেসারকে খেলাতে চাননি কোচ-অধিনায়ক। তাকে একাদশে জায়গা দিতে বাদ পড়তে পারেন আদিল রশিদ। গেল ম্যাচে খরুচে বোলার ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে মাত্র ৫ ওভারে ৪৩ রান দেন এ স্পিনার। বাংলাদেশের অনুপ্রেরণা শেষ দুই বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয়। এছাড়া সবশেষ ৮ ম্যাচে সমান ৪টি করে জয়-পরাজয়।

এদিকে, প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেও, আরেক শিরোপার দাবিদার নিউজিল্যান্ডে কাছে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেও স্বাগতিকদের চেয়ে মানসিকভাবে এগিয়ে টাইগাররা। গেল ম্যাচের ভুলগুলো শোধরাতে পারলে ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আই/আরকে


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি