ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে কে কোথায়?

প্রকাশিত : ১১:৪২, ৯ জুন ২০১৯ | আপডেট: ০৯:৫২, ১১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জমে উঠেছে। দীর্ঘ দেড়মাস ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের সবাই একে অন্যের সঙ্গে খেলবে। সেরা চারদল উঠবে সেমিফাইনালে। ইতিমধ্যে বেশ কয়েকটি খেলা হয়েগেছে। শুরু হয়েছে পয়েন্ট টেবিলে সংখ্যার হিসেব।

এ পর্যন্ত নিউজিল্যান্ড খেলেছে ৩টি ম্যাচ, জয় পেয়েছে ৩টি, তাদের পয়েন্ট ৬। উইন্ডিজ খেলেছে ২টি ম্যাচ, জয় পেয়েছে ১টি, তাদের পয়েন্ট ২। অস্ট্রেলিয়া খেলেছে ২টি ম্যাচ, জয় পেয়েছে ২টি, তাদের পয়েন্ট ৪। ইংল্যান্ড খেলেছে ৩টি ম্যাচ, জয় পেয়েছে ২টি, তাদের পয়েন্ট ৪। ভারত খেলেছে ১টি ম্যাচ, জয় লাভ করেছে ১টি, তাদের পয়েন্ট ২। বাংলাদেশ খেলেছে ৩টি ম্যাচ, জয় লাভ করেছে ১টি, তাদের পয়েন্ট ২। শ্রীলঙ্কা খেলেছে ৩টি ম্যাচ, জয় পেয়েছে ১টিতে, ড্র ১টি, তাদের পয়েন্ট ২। পাকিস্তান খেলেছে ৩টি ম্যাচ, জয় লাভ করেছে ১টি, ড্র ১টি, তাদের পয়েন্ট ৩। দ. আফ্রিকা খেলেছে ৩টি ম্যাচ, জয় লাভ করতে পারেনি একটিও, তাদের পয়েন্ট ০। আফগানিস্তান খেলেছে ২টি ম্যাচ, জয় লাভ করতে পারেনি একটিও, তাদের পয়েন্ট ০।

এবার এক নজরে দেখে নিন বিশ্বকাপ পয়েন্ট টেবিল :

দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট রান রেট
নিউজিল্যান্ড ২.১৬৩
উইন্ডিজ  ২ ২.০৫৪
অস্ট্রেলিয়া ১.০৫৯
ইংল্যান্ড ১.৩০৭
ভারত ০.৩০২
বাংলাদেশ -০.৭১৪
শ্রীলঙ্কা -১.৫১৭
পাকিস্তান -২.৪১২
দ. আফ্রিকা -০.৯৫২
আফগানিস্তান -১.২৬৪

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি