ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

প্রকাশিত : ১৫:২৭, ৯ জুন ২০১৯ | আপডেট: ১৫:২৯, ৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ওভালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও ভারত। এরই মধ্যে টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

 

দু’দলই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। তবে গত বৃহস্পতিবার উইন্ডিজের বিপক্ষে পাওয়া ১৫ রানের জয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। এটি তাদের টানা দ্বিতীয় জয়। এর চেয়েও বড় ব্যাপার হলো, শেষ বলের আগে অস্ট্রেলিয়া যে হাল ছাড়ে না, সেটা গত বৃহস্পতিবার আবারও প্রমাণ হয়ে গেল। ৭৯ রানে ৫ উইকেট পতনের পরও ক্যারিবীয়দের বিপক্ষে ২৮৮ রান তুলে নিয়েছিল তারা।

অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারিয়েছে ভারত। দুই স্পিনার কুলদিপ ও চাহালের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। দুই স্পিনার ফর্মে ফেরায় বড় চিন্তা দূর হয়ে গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টে। দারুণ বোলিং করেছেন জাসপ্রিত বুমরাহও। ডানহাতি এই পেসার এখন দারুণ ফর্মে আছেন। অনেকের মতে তিনিই এখন বিশ্বসেরা। আজ অস্ট্রেলিয়া বিপক্ষে এই বোলাররা হতে পারেন কোহলির মূল ভরসা। ব্যাটিংয়েও স্বস্তিতে রয়েছে ভারতীয়রা। আজ বড় ইনিংস খেলতে মরিয়া থাকবে ভারত।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি