ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১১:১৮, ১১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ইংল্যান্ড বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচেই টাইগারদের সামনে বিধ্বস্ত হয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপর নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ভালো করতে পারেনি। আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গ্রুপ পর্বের শেষ ৬ ম্যাচের পাঁচটিতেই জয় পেতে হবে টাইগারদের। তাই লঙ্কানদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা।

ইংল্যান্ডের ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায়।

এদিকে টাইগার শিবিরের জন্য বড় দু:সংবাদ হয়ে দাঁড়িয়েছে সাকিবের ইনজুরি। উরুর ইনজুরিতে ভুগছেন তিনি। গতকাল স্ক্যান করা হয়েছে। বিসিবি মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, সামান্যতম সমস্যা থাকলেও আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না সাকিব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি