ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

প্রকাশিত : ১৫:৪৭, ১২ জুন ২০১৯ | আপডেট: ১৫:৪৯, ১২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টনটনে কাউন্টি গ্রাউন্ডে এই লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

এবারের আসরে এক হার, এক জয় এবং এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে পাকিস্তানের। আবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া সর্বশেষ ম্যাচে হেরেছে ভারতের বিপক্ষে। দু’দলের জন্য তাই সেমিফাইনালে যাওয়ার পথে এ ম্যাচটি গুরুত্বপূর্ণ।

পাকিস্তান এ ম্যাচে পেসার শাহিন আফ্রিদিকে দলে নিয়েছে। লেগ স্পিনার শাদাব খানকে বেঞ্চে রেখেছে তারা। অস্ট্রেলিয়া তাদের লেগ স্পিনার অ্যাডাম জাম্পার জায়গায় পেসার কেন রির্চাডসনকে দলে নিয়েছে। একাদশ দেখেই বোঝার কথা উইকেট কতটা পেস সহায়ক।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭/০।

পাকিস্তান একাদশ :

ইমাম উল হক, ফখর জামান, বাবার আযম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির।

অস্ট্রেলিয়া একাদশ :

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, স্টিভ স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, কেন রিচার্ডসন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি