ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

প্রকাশিত : ২১:১৩, ১৩ জুন ২০১৯ | আপডেট: ০৯:৫৬, ১৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিও। এর আগে বিশ্বকাপে ৩টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এ নিয়ে চারটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো। এর আগে পাকিস্তান-শ্রীলংকা, বাংলাদেশ-শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচগুলো পরিত্যক্ত হয়েছিল।

বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বাংলাদেশ সময় বিকাল ৩টায় টস হওয়ার কথা থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাত ৮টা পর্যন্ত অপেক্ষার পর ম্যাচ রেফারি রঞ্জন মাদুরগেল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। উভয় দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে।

ভারত-নিউজিল্যান্ড দুটি দলই বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। আটে পাকিস্তান, নয় নম্বরে দক্ষিণ আফ্রিকা। সবার পরে আফগানিস্তান।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, গত চারদিন পর্যন্ত সূর্যের দেখা যায়নি, যে কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আমি অবাক হইনি।

এনএম// আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি