ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিশ্বকাপের সেরা একাদশে সাকিব!

প্রকাশিত : ১৯:১৮, ১৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ উন্মাদনা তুঙ্গে, খেলোয়াড়দের পারফর্মেন্স উঠছে-নামছে। খেলার এ দামামা বাজছে দেশ ও দেশের বাইরে। ক্রিকেটে ভাসছে মানুষ আবার বৃষ্টিতে ভেসে যাচ্ছে ম্যাচ। নানা ঘটনার বৈচিত্র্যে এ যেন রূপকথার বিশ্বকাপ!

এখন পর্যন্ত যেসব ম্যাচ হয়েছে, তার মধ্য থেকে বেছে নেয়া যাক বিশ্বকাপ একাদশ। কোন ব্যাটসম্যানের কেমন পারফর্মেন্স, কোন বোলার কতোটা বিধ্বংসী রূপে বল করছেন, কার ঝুলিতে কী কী আছে, তার হিসাব বিবেচনায় গড়া হচ্ছে এই একাদশ।

রোহিত শর্মা: প্রথম ম্যাচে ১২২, পরের ম্যাচে ৫৭ রান করেছেন তিনি। সেই হিসেবে নিঃসন্দেহে ওপেনিংয়ে তাকে রাখা যায়।

ডেভিড ওয়ার্নার: বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন তিনি। চার ম্যাচে করেছে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি। ইনিংস উদ্বোধনে হিটম্যানের সঙ্গী হবেন অজি বিস্ফোরক ওপেনার।

বিরাট কোহলি: ওয়ানডাউনে নামবেন তিনি। দলের অধিনায়কত্বও পালন করবেন এ রানমেশিন। বিশ্বকাপে এখন পর্যন্ত তার পারফরম্যান্স বেশ ভালো।

স্টিভ স্মিথ: টু ডাউনে খেলবেন তিনি। আসরে এ পর্যন্ত ভালো করেছেন অজি তারকা। ধারাবাহিক ও দায়িত্বশীল ব্যাটসম্যান হিসেবে রইলেন স্মিথ।

সাকিব আল হাসান: বিশ্বকাপ শুরুই করেছেন রেকর্ড দিয়ে। বল ও ব্যাট হাতে প্রতি ম্যাচে ঝলসে উঠেছেন তিনি। স্পিন অলরাউন্ডার হিসেবে তাকে রাখতেই হবে একাদশে।

কুশল পেরেরা: তাকে দলে রাখা যেতে পারে আগ্রাসী মনোভাবের জন্য। তিনি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলবেন। শেষ দুই ম্যাচে ৭৮ ও ২৯ রান করেছেন এ লংকান।

হার্দিক পান্ডিয়া: পেস অলরাউন্ডার হিসেবে দলে ঠাঁই পাবেন তিনি। বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো খেলছেন।

গ্লেন ম্যাক্সওয়েল: বড় স্কোর গড়তে সক্ষম তিনি। পাশাপাশি হাতটাও ঘোরাতে পারেন। দলে পার্টটাইম অফস্পিনার হিসেবে থাকছেন তিনি।

প্যাট কামিন্স: এখন পর্যন্ত বিশ্বকাপের দ্বাদশ আসরে বল হাতে ভয়ঙ্কর তিনি। দ্রুত উইকেট তুলে নেয়ার সক্ষমতা জন্য স্থান পাবেন অজি সিমার।

যুজবেন্দ্র চহাল: তার ঘূর্ণিতে কুপোকাত হচ্ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। দিব্যি ভালো খেলছেন তিনি। বিষেশজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন এ ভারতীয়।

জাসপ্রিত বুমরাহ: দলের বড় ভরসার জায়গা পেস শক্তি। এ পেস আক্রমণ মজবুত করতে থাকছেন তিনি। ডেথ বা স্লগ ওভারে দারুণ কার্যকরী ভিন্ন অ্যাকশনধর্মী এ পেসার।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি