ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রথম জয়ের লক্ষ্যেই আজ মাঠে নামবে আফগানিস্তান

প্রকাশিত : ১১:২৭, ১৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ক্রিকেটের ২১তম ম্যাচে আজ শনিবার কার্ডিফে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

এবারের বিশ্বকাপটা মোটেই ভাল যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। প্রথম তিন ম্যাচে টানা হারে ব্যাকফুটে প্রোটিয়ারা। এরপর চতুর্থ ম্যাচেও পূর্ণ পয়েন্ট পায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের। আফগানদের বিপক্ষে পূর্ণ পয়েন্টই চায় দক্ষিণ আফ্রিকা।

এদিকে বিশ্বকাপে এখনও জয়ের মুখ দেখেনি আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি