ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আফগানদের উড়িয়ে প্রোটিয়াদের প্রথম জয়

প্রকাশিত : ১০:১৪, ১৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে তারা।

পাঁচ ম্যাচ খেলে একটিতে জয় নিয়ে প্রথম পয়েন্ট পেয়েছে প্রোটিয়ারা। কার্ডিফে প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

খেলা শুরুর দিকে দুই দফা বৃষ্টি হলে খেলা নেমে আসে ৪৮ ওভারে। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন রশিদ খান। ইমরান তাহির ৪টি, ক্রিস মরিস ৩টি ও ফেলুকোয়ায়ো পেয়েছেন ২টি করে উইকেট।

জবাবে ৯ উইকেট হাতে রেখেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। ডি কক আউট হন ৬৮ রানে। হাশিম আমলা ৪১ ও ফেলুকোয়ায়ো অপরাজিত ছিলেন ১৭ রানে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি