ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১৩:৪৭, ১৬ জুন ২০১৯ | আপডেট: ১৩:৫০, ১৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। এখন পর্যন্ত ৬ বারের সাক্ষাতে ছয়বারই জিতেছে টিম ইন্ডিয়া। তবুও আজকের ম্যাচটিতে পাকিস্তানকে মোটেও হালকাভাবে নিচ্ছে না কোহলিরা। ব্যবধানটা ৭-০ করতে মরিয়া তারা।

এবারের বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। একটি ম্যাচ বৃষ্টিতে হয়েছে পণ্ড। এই দুই ম্যাচে ১৭৯ রান তুলেছেন রোহিত শর্মা। একটি শতক ও একটি অর্ধশতক হাঁকিয়েছেন রোহিত।

বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলি ও সব মিলিয়ে বিরাট কোহলির রানের পার্থক্য বেশ খানিকটা, সেটাই যেন মিটিয়ে দেন রোহিত শর্মা।

সম্ভাব্য ভারতীয় একাদশ

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রীত বুমরাহ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি