ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভারতের কাছে হেরে যা বললেন সরফরাজ

প্রকাশিত : ১১:০১, ১৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে গতকাল রোববার রোহিত শর্মার সেঞ্চুরিতে ৩৩৬ রানের পাহাড় গড়ে ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ ওভারে ৩০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮৯ রানে হেরে যায় পাকিস্তান।

হারের পর পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়ে গেছে। তার ক্রিকেটীয় সিদ্ধান্ত এবং অধিনায়ক হিসেবে দক্ষতা নিয়ে প্রশ্ন তো উঠছেই।

তবে যাই হোক, ভারতের বিপক্ষে এমন পরাজয়ের ব্যাখা দিলেন পাক অধিনায়ক সরফরাজ।

খেলা শেষে সরফরাজ আহমেদ বলেন, আমরা টস জিতে যে পরিকল্পনা অনুসারে বোলিং করতে চেয়েছি সেটা পারিনি। রোহিত খুব ভালো ব্যাটিং করেছে। তাই রোহিতকে দ্রুত আউট করতে না পারাও পরাজয়ে একটা বড় কারণ।

সরফরাজ বলেন, আমরা আর্দ্রতার কারণে দুই স্পিনারকে বেছে নিয়েছি। কিন্তু আমাদের চেয়ে ভারতীয়রা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সফল হয়েছে।

পাক অধিনায়ক আরও বলেন, আমরা এক উইকেটে ১১৭ রান করার পর ২৪-২৭ এই চার ওভারে মাত্র ১২ রানের ব্যবধানে ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়েছি। সেটাই ছিল আমাদের পরাজয়ের টার্নিং পয়েন্ট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি