ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
প্রকাশিত : ১১:৪০, ১৭ জুন ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। টনটনে বাংলাদেশ সময় আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। জয়ের ধারায় ফিরতে উন্মুখ দু’দল।
ক্যারিবীয়দের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে ব্যাটসম্যান কমিয়ে বাড়তি একজন পেসার খেলাতে পারে বাংলাদেশ। সেটা হলে জায়গা হারাবেন মোহাম্মদ মিঠুন। ফলে একাদশে ফিরবেন রুবেল হোসেন।
ক্যারিবিয়ান পেসে যদি টপ অর্ডার ভেঙে পড়ে দ্রুত তাহলে ব্যাটসম্যানের কমতি ভোগাতে পারে দলকে, টিম ম্যানেজমেন্টের কেউ কেউ এই যুক্তি দিয়েছেন। তবে ছোট মাঠে একজন বাড়তি পেসারের প্রয়োজনীতাও অনুভব করছে দল। শেষ পর্যন্ত তাই আক্রমণাত্মক পথে আগানোর সিদ্ধান্তই হয়েছে ম্যাচের আগের দিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।