শূন্য রানেই গেইলকে ফেরালেন সাইফুদ্দিন
প্রকাশিত : ১৬:০১, ১৭ জুন ২০১৯ | আপডেট: ১৬:০৩, ১৭ জুন ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচ। শুরুতেই ক্রিস গেইলকে সাজঘরে পাঠান মোহাম্মদ সাইফুদ্দিন।
অলরাউন্ডার সাইফুদ্দিনের বোলিং তোপে ১৩ বোলে শূন্য রানেই আউট হন গেইল। সাইফুদ্দিনের বোলিংয়ে ক্যাচ ধরেন মুশফিকুর রহিম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেট খুইয়ে ১৮ রান।
সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে এ ম্যাচে জয়টা টাইগারদের জন্য খুবই বেশি প্রয়োজন। তাই ক্যারিবীয়দের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না মাশরাফিরা।
বাংলাদেশ দলের একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।