ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

উইন্ডিজকে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ

প্রকাশিত : ২৩:৩৬, ১৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে টাইগার বাহিনীর এক জয়, দুই হার আর অপর ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। তাই চার ম্যাচে টাইগারদের সংগ্রহ ছিলো মাত্র ৩ পয়েন্ট। তখন ছিলো পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের জয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়িয়েছে ৫ পয়েন্টে।

পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে এই মূহূর্তে সবার ওপরে অস্ট্রেলিয়া। দলটির সংগ্রহ ৮ পয়েন্ট। চার ম্যাচে তিনটি করে জয় ভারত ও নিউজিল্যান্ডের। দুদলের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহ ৭ পয়েন্ট করে। তবে রান রেটে এগিয়ে থাকায় ভারতকে তিনে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।

এই জয়ের পূর্বে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় পাঁচ নম্বর স্থানটি ছিলো ওয়েস্ট ইন্ডিজের। যেটি এখন বাংলাদেশের দখলে।

এনএম/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি