ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘চাপমুক্ত হয়ে খেলতে পারায় জয় পেয়েছে বাংলাদেশ’

প্রকাশিত : ১২:৫৯, ১৮ জুন ২০১৯ | আপডেট: ১৩:০০, ১৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

প্রত্যাশা মাফিক খেলতে পারায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য পেয়েছে। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ম্যাচের নায়ক সাকিব আল হাসান। এদিকে, বোলিং ভাল করতে না পারায় জয় হাতছাড়া হয়েছে বলে মত ক্যারিবিয় দলপতি জেসন হোল্ডারের।

গতকার সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডময় জয়ে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এত বড় স্কোরকেও সহজে টপকে দেওয়া কিভাবে সম্ভব হলো। এমন প্রশ্নকে সহজেই যেন পুল করলেন সাকিব! বলেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারাতেই জয় ধরা দিয়েছে।

এদিকে, এমন হারে স্বাভাবিকভাবেই হতাশ ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে বলেও মত তার।

তবে চাপমুক্ত হয়ে খেলতে পারায় টাইগাররা জয় পেয়েছে-এ ব্যাপারে দুইজনই একমত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি