ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

প্রকাশিত : ১৫:০৭, ১৮ জুন ২০১৯ | আপডেট: ১৫:০৭, ১৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। আজ মঙ্গলবার ম্যানচেস্টারে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচের চারটিতেই হেরেছে আফগানিস্তান। এমন পরিস্থিতিতে ম্যানচেস্টারে আজ কী করবে তারা? সে প্রশ্নের উত্তর জানা যাবে ম্যাচ শেষে।

তবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা ইংল্যান্ড ঘরের মাটিতে ১২তম বিশ্বকাপের অন্যতম ফেবারিট। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে ইংলিশরা হেরেছে কেবল পাকিস্তানের কাছে।

গত দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে ইংলিশরা। স্বাগতিকরা নিজেদের পঞ্চম ম্যাচে আফগানদের বিন্দু পরিমাণ ছাড় দিবে না। আজ আফগানিস্তানকে হারালে অস্ট্রেলিয়াকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে ইংল্যান্ড।

তাই এমন সমীকরণকে সামনে রেখে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে আজ আফগানদের আরও কঠিন পরীক্ষা দিতে হবে!


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি