ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভারতের কাছে হারায় পাক সমর্থকের মামলা!

প্রকাশিত : ১১:০৮, ১৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

গত রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে ৮৯ রানে হেরে যায় পাকিস্তান। এ নিয়ে টানা সপ্তমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় পেল ভারত। এই হারে চরম সমালোচনার মুখে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

দেশের এমন লজ্জাজনক হারের শোক সইতে না পেরে পাকিস্তান জাতীয় দল নির্বাচক প্যানেলকে নিষিদ্ধের দাবি জানিয়ে আদালতে পিটিশন ঠুকে দিয়েছেন এক পাকিস্তানি সমর্থক। দেশটির সামা টিভির এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতের বিপক্ষে হারের পর দেশটির গুজরানওয়ালার আদালতে পাকিস্তান ক্রিকেট দল ও নির্বাচক কমিটিকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে পিটিশন দায়ের করেন ওই পাক সমর্থক। পিটিশনের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে (পিসিবি)সমন জারি করেছেন আদালত।

এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে পাকিস্তান। দলটির মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে এবারের আসরে। শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদের বিরুদ্ধে বেশ ক্ষুদ্ধ দেশটির ক্রিকেটভক্তরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি