ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অস্ট্রেলিয়াকে হারাতে চাই: মাশরাফি

প্রকাশিত : ০৯:২২, ২০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, বৃহস্পতিবার আমরা অস্ট্রেলিয়াকে হারাতে চাই। তাদেরকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে চাই।

ম্যাচের আগের দিন বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাশরাফি বলেন, আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, সেখানে ১ পয়েন্ট পেলে তা যে আমাদের খুব উপকারে আসবে, তা কিন্তু নয়। বিশ্বকাপ লড়াইয়ে টিকে থাকতে হলে আমাদের জয়ের বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে চারটি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মাশরাফি বলেন, বৃষ্টি হলে, হয়ত ১ পয়েন্ট পাওয়া যাবে। তবে আমরা এখন জিতে ২ পয়েন্ট পেলে টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে পারব। টুর্নামেন্টে টিকে থাকতে তাই জয় দরকার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি