ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সাকিবের বিদায়, স্বপ্ন ভাঙলো ভক্তদের

প্রকাশিত : ২২:১৬, ২০ জুন ২০১৯ | আপডেট: ২২:২০, ২০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

অজিদের ছুঁড়ে দেওয়া ৩৮২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। জিততে হলে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করেই জিততে হবে। শুরুতে সৌম্য এবং পরে সাকিবকে হারালেও তামিমের ফিফটিতে লক্ষ্যপানে ছুটছে বাংলাদেশ। এর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড ৩২৯ রান তাড়া করে জিতেছিল। সেটাই বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে আছেন লিটন দাস (২০) এবং মুশফিকুর রহিম (৩৩)।

এর আগে জবাব দিতে নেমে ভালোই শুরু করেছিলেন টাইগার দুই ওপেনার তামিম ও সৌম্য। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে একটি শর্ট রান নিতে গিয়ে দু`জনের ভুল বোঝাবুঝির সুযোগটা লুফে নেন অ্যারন ফিঞ্চ। অজি দলপতির সরাসরি থ্রোতে রানআউট হওয়ার আগে সৌম্য করেন ৮ বলে দুই চারে ১০ রান। ফলে দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর তামিমের সঙ্গে জুটি গড়ে আজও নিজের বড় স্কোর এবং দলের জয়ের লক্ষ্যেই ছুটছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চার চারটি বাউন্ডারি হাঁকিয়ে বলের সঙ্গে পাল্লা দিয়েই রান করছিলেন সাবলীল ভঙ্গিতে।

কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে অজি মিডিয়াম পেসার স্টয়নিসের স্লোয়ার বুঝতে না পেরে ভুল করে বসেন সাকিব। বলটি তার ব্যাটের উপরের কানায় লেগে উঠে যায় সরাসরি মিডঅনে থাকা ওয়ার্নারের হাতে। আর এতেই ভেঙ্গে যায় ৭৯ রানের জুটি। সাকিব ফেরেন ৪১ রানে সমান ৪১ বল খেলেই। আর এতেই স্বপ্নভগ্ন হলো টাইগারভক্তদের। সেইসঙ্গে চলতি বিশ্বকাপে অন্যতম ব্যাটিং স্তম্ভের বিদায়ে শঙ্কাও জেগে ওঠে দলের জয় নিয়ে।

এদিকে আজ ৪১ রানে আউটের মধ্যদিয়ে পাঁচ ম্যাচে ৪২৫ রান নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন সাকিব আল হাসান। ৪৪৭ রান করে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে আছেন আজকের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার।

বৃহস্পতিবার (২০ জুন) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপের ২৬তম এবং নিজেদের ষষ্ঠ ম্যাচে অজিদের মুখোমুখি হয় টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে অজিরা তোলে ৩৮১ রান। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি