ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪

এখনো সেমিতে যাওয়ার স্বপ্ন দেখছেন মাশরাফি

প্রকাশিত : ০৯:২২, ২১ জুন ২০১৯ | আপডেট: ১০:১৫, ২১ জুন ২০১৯

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার পথটা অনেকটাই কঠিন হলেও এখনো স্বপ্ন দেখেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

এই ম্যাচের পর ৬ ম্যাচে ৫ জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সমানসংখ্যক ম্যাচ খেলে ২ জয়ে ৫ পয়েন্ট বাংলাদেশের। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। এমন অবস্থায় সেমিফাইনালের স্বপ্ন এখনও ছাড়েননি বাংলাদেশ।

তিনি বলেন,‘এখনও বলা যায় না। ক্রিকেটে কখনোই বলা সম্ভব নয়, কী হতে যাচ্ছে। আমরা যেটা করতে পারি, শেষ তিনটি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারি। অবশ্যই কঠিন। কিন্তু ম্যাচ তিনটিতে জিততে পারলে হয়তো সম্ভাবনা তৈরি হবে। এই সুযোগটা আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। সেই সঙ্গে অন্যদের দিকেও আমাদের নজর রাখতে হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ৩৩০ রানের রেকর্ড ভেঙে বৃহস্পতিবার সেটা দাঁড়িয়েছে ৩৩৩ রানে। এমন হাই স্কোরিং ম্যাচে শুরুতে টসটা জেতে অজিরা। অ্যারন ফিঞ্চের মতো মাশরাফিও জানালেন টস জিতলে ব্যাটিং নিতেন শুরুতে, ‘উইকেটটা খুবই ভালো ছিল। যারা টস জিততো আগে ব্যাটিংই নিতো। আমরাও তাই করতাম।’

হাইস্কোরিং ম্যাচে হাফচান্সগুলোকে ফুলচান্স বানাতে হয়-বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এমনটাই মনে করেন। বৃহস্পতিবার সাব্বিরের কল্যাণে ডেভিড ওয়ার্নার ১০ রানে জীবন পেয়ে খেলেছেন ১৬৬ রানের ইনিংস। বাড়তি করেছেন ১৫৬ রান। সুযোগগুলো নিতে না পেরে হতাশা ঝরলো মাশরাফির কণ্ঠে, ‘আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। ফিফটি-ফিফটি হলেও এগুলো নেওয়া উচিত ছিল। তাহলে হয়ত ম্যাচটা অন্যরকম হতে পারত। এই ধরণের ম্যাচে সুযোগগুলো নিতে হবে। ডেভিড ওয়ার্নার এরপরে ১৫৬ রান যোগ করেছে।’

তিনি আরও যোগ করে বললেন, ‘তারপরেও আমরা ৪০ ওভার পর্যন্ত ঠিক ছিলাম। যদিও ওদের উইকেট পরেনি। সেখানে যদি আমরা ৭-৮ করেও দিতে পারতাম, তাহলে উপকৃত হতাম। একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান এলে এত রান করতে পারত না। বেশি সময় ছিল না, যেহেতু তাদের শটস খেলতে হত। শেষ দিকে আমরা বোলিংয়ে এলোমেলো ছিলাম। ওখানেই মূলত সমস্যা হয়েছে।’

টিআর/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি