ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

জয়ের পর যা বললেন ম্যাচসেরা সাকিব

প্রকাশিত : ১১:৪০, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

দুর্বল আফগানিস্তানকে বধের মধ্য দিয়ে শীর্ষ চারে ওঠার আশা জিয়েই রাখলো বাংলাদেশ। এবার দুই পরাশক্তিকে বধের পালা।

টাইগারদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। সেমিফাইনালে উঠতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের। গতকাল ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডর।

সাকিব আল হাসান বলেন, আসরে তারা আমাদের থেকে ফেভারিট। তারাও আমাদের মত লড়াই করছে। তাদের বিপক্ষে জেতা সহজ হবেনা। তবে আমরা যদি সেরাটা ঢেলে দিতে পারি, তাহলে আমরাই জিতবো।

সাকিব বলেন, আমরা অনেক ভাল ক্রিকেট খেলছি। ছোট ছোট ভুলগুলো এড়ানো আর নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে দিনটি আমাদেরই হবে। বলেন, তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে, যারা একাই ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে পারে। আমি মনে করি আমরাও জয়ের সামর্থ্য রাখি।

বিশ্বসেরা এ অলরাউন্ডার আরও বলেন, সেমিফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে তিন ম্যাচের দুটিতে আর আমাদের দুটি ম্যাচের দুটিতেই জিততে হবে। পাশাপাশি অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে।

তবে সবার আগে আমাদের জয় পেতে হবে। ক্রিকেটে নিশ্চিয়তা বলে কিছু নেই। যেকোন কিছু এখানে ঘটনতে পারে, তাই আমরা আশাবাদি আমরা সামনের দুটি ম্যাচে ভাল করব।

আগামী ২ ও ৫ জুলাই টাইগারদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।

উল্লেখ, সোমবার আসরে কোনো জয় না পাওয়া আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার সিড়ি একধাপ এগিয়েছে বাংলাদেশ।

এদিন সাকিবের স্পিন ঘুর্ণিতে দাঁড়াতেই পারেননি গুলবাদিনরা। সাত ম্যাচে তিন জয় আর তিন হার নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে বাংলাদেশ। টাইগারদের সামনে রয়েছে ইংল্যান্ড। আজ তারা অজিদের মোকাবেলা করবে। ফলে, বাংলাদেশ ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে।  

আই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি