ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ছয় উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড

প্রকাশিত : ২০:৫৬, ২৫ জুন ২০১৯ | আপডেট: ২২:২৬, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ছয় টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়েছে ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার জেমস ভিন্সকে সরাসরি বোল্ড করে অজিদেরকে উল্লাসে মাতান পেসার বেরেন্ড্রফ। ফলে শূন্য রানেই উইকেট হারায় স্বাগতিকরা। পরে জো রুট ও মরগানকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক।

ফলে ২৬ রানেই তিন উইকেট হারায় ইংল্যান্ড। এরপর স্টোকসকে নিয়ে জুটি বাঁধার চেস্টা করেন ওপেনার বেয়ারস্টো। কিন্তু সে চেস্টায় বাধ সাধেন প্রথম আঘাত হানা বেরেন্ড্রফ। বেয়ারস্টোকে ফিরিয়ে ২৭ রানের জুটি ভাঙেন তিনি। সাজঘরে ফেরার আগে ৩৯ বলে পাঁচটি চারের সাহায্যে ২৭ রান করেন জনি বেয়ারস্টো।

আর এরইসঙ্গে ৫৩ রানে চতুর্থ উইকেট হারায় মরগানের দল। ১২৪ রানে পঞ্চম উইকেটের পতন হয়। পরে ১৭৭ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ইংলিশদের সংগ্রহ ৬ উইকেটে ১৭৭ রান। 

 এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংলিশদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অজি ক্যাপ্টেন এ্যারোন ফিঞ্চ। হাফসেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। মূলত এই দুই ওপেনারের ব্যাটে চড়েই ২৮৫ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। যাতে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৮৬।

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মুখোমুখি ক্রিকেটের দুই পরাশক্তি, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। যে ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে সেমিফাইনালের হিসাব-নিকেশ।

এই ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশও। টাইগার সমর্থকরা নিশ্চিতভাবেই চাইবেন, ইংল্যান্ড যেন এই ম্যাচে হারে। এতে সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের।

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মুখোমুখি ক্রিকেটের দুই পরাশক্তি, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। যে ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে সেমিফাইনালের হিসাব-নিকেশ।

এই ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশও। টাইগার সমর্থকরা নিশ্চিতভাবেই চাইবেন, ইংল্যান্ড যেন এই ম্যাচে হারে। এতে সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি