ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১২:১১, ২৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপের এবারের আসরে এখনও পর্যন্ত একমত্র অপরাজিত দল ভারত। আজ বৃহস্পতিবার ম্যানচেস্টারে ক্যারিবিয়ানদের মুখোমুখি হতে চলেছে বিরাট বাহিনী। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

ভারত বিশ্বকাপের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় তুলে নিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য শুরুই করা যায়নি। সেমিফাইনালে যেতে ভারতের এখন দরকার শুধু দুটি জয়। ভারতের হাতে রয়েছে চারটি ম্যাচ। যদিও তাতে আত্মতুষ্ট হয়ে পড়ছে না ভারতীয় শিবির। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ মাত্র একটি ম্যাচই জিতেছে, চারটিতে হেরেছে। একটি ম্যাচ তাদেরও ভেস্তে গেছে বৃষ্টির জন্য।

তবে আজ আন্দ্রে রাসেলহীন ওয়েস্ট ইন্ডিজ কিছুটা ব্যাকফুটে থাকলেও যে কোনও মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন জেসন হোল্ডার, ক্রিস গেইলরা। তাই ক্যারিবিয়ানদের থামাতে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল ও যশপ্রীত বুমরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি