ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে কোহলিরা

প্রকাশিত : ১৫:০৬, ২৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপের এবারের আসরের ৩৪তম ম্যাচে আজ বৃহস্পতিবার ক্যারিবীয়দের মুখোমুখি ভারত। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় হচ্ছে ম্যাচটি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরাট বাহিনী।

বিশ্বকাপের এবারের আসরে এখনও পর্যন্ত একমত্র অপরাজিত দল ভারত। নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় তুলে নিয়েছে বিরাটরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য শুরুই করা যায়নি।

আর ওয়েস্ট ইন্ডিজ মাত্র একটি ম্যাচই জিতেছে, চারটিতে হেরেছে। একটি ম্যাচ তাদেরও ভেস্তে গেছে বৃষ্টির জন্য।

তবে আজ সেমিফাইনালে ওঠার জন্য জয় ছাড়া অন্য কোনও ভাবনা মাথায় আনার উপায় নেই ক্যারিবীয়দের। যদিও সমীকরণ বলছে ‘প্রায়’ নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়া। তবু কাগজ ও কলমের হিসাব বলছে বাকি তিনটি ম্যাচের তিনটিতেই জিতলে, অন্য নির্দিষ্ট দলের ব্যর্থতাকে পুঁজি করে সেমিফাইনাল খেলতেও পারে ওয়েস্ট ইন্ডিজ। তাই বিরাটদের বিপক্ষে জিততে মরিয়া ক্যারিবীয়রা।

অন্যদিকে, আজ আন্দ্রে রাসেলহীন ওয়েস্ট ইন্ডিজ কিছুটা ব্যাকফুটে থাকলেও যে কোনও মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন জেসন হোল্ডার, ক্রিস গেইলরা। তাই ক্যারিবিয়ানদের থামাতে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে কোহলিরা।

তো আজ শক্তিশালী ভারত বনাম অগোছালো ওয়েস্ট ইন্ডিজের লড়াই কেমন জমবে? সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি