ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

চারটি দলের সেমিতে যাবার সম্ভাবনা নেই!

প্রকাশিত : ১৩:০৬, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ মানে বাড়তি উত্তেজনা। সব দলই চায় সেমিফাইনাল ও ফাইনাল খেলতে। কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল।  এ পর্যন্ত পয়েন্টের হিসাবে চারটি দলের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দলগুলো হলো আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা।

বিশ্বকাপে প্রতিটি দলের সাতটি করে ম্যাচ শেষ হয়েছে। বাকি আছে দুটি করে খেলা। তবে ভারত খেলেছে ছয়টি ম্যাচ। আফগানিস্তান এখন পর্যন্ত কোন পয়েন্ট পায়নি। ওয়েস্ট ইন্ডিজের তিন, সাউথ আফ্রিকার পাঁচ এবং শ্রীলঙ্কার পয়েন্ট ছয়।

পয়েন্টের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এ দলের পয়েন্ট ১২। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। তাদের পয়েন্ট ১১। একই পয়েন্ট অর্থাৎ ১১ নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তবে চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড, তাদের পয়েন্ট আট।

এবার জেনে নিন কোন দলের কত পয়েন্ট :

দল

খেলা

জয়

পরাজয়

পরিত্যাক্ত

রানরেট

মোট পয়েন্ট

   অস্ট্রেলিয়া

+০.৯০৬

১২

   ভারত

+১.১৬

১১

   নিউজিল্যান্ড

+১.০২৮

১১

   ইংল্যান্ড

+১.০৫১

  বাংলাদেশ

-০.১৩৩

  পাকিস্তান

-০.৯৭৬

   শ্রীলঙ্কা

-১.১৮৬

   দক্ষিণ আফ্রিকা

-০.০৮

   ওয়েস্ট ইন্ডিজ

-০.৩২

   আফগানিস্তান

-১.৬৩৪

সূত্র : ক্রিকইনফো

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি