ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

নিউজিল্যান্ডকে ২৪৪ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৩:০০, ২৯ জুন ২০১৯ | আপডেট: ০৯:৪৫, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

উসমান খাজা ও অ্যালেক্স ক্যারির ব্যাটে ভর করে ৫০ ওভারে ২৪৩ রান করেছে অস্ট্রেলিয়া। লন্ডনের লর্ডসে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে এ রান করে তারা।  ২০১৯ বিশ্বকাপে মোহাম্মদ শামির পর দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

১২ পয়েন্ট নিয়ে ২০১৯ বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া। শনিবার  নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই নিয়মরক্ষার হয়ে দাঁড়ায় অজিদের জন্য। অন্যদিকে গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারা কিউইদের শেষ চারে যেতে হলে জয় পেতেই হবে।

সমীকরণটাকে সামনে রেখে শুরু থেকে দুর্দান্ত বোলিং করতে থাকে নিউজিল্যান্ড। গত চার ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা অ্যারন ফিঞ্চকে (৮) দলীয় ১৫ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ট্রেন্ট বোল্ট। ভয়ঙ্কর হয়ে ওঠার আগে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে (১৬) রানে তুলে নেন লকি ফার্গুসন।

ফার্গুসন দ্বিতীয় শিকার বানান স্টিভেন স্মিথকে (৫)। সতীর্থদের আসা-যাওয়াটা এক প্রান্তে দাঁড়িয়ে দেখতে থাকেন খাজা। তাকে সঙ্গ দিতে পারেননি মার্কাস স্টয়নিস (২১), গ্লেন ম্যাক্সওয়েল (০)। দু’জনকে নিজের শিকার বানান জিমি নিশাম।

৯২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে উদ্ধার করেন খাজা এবং অ্যালেক্স ক্যারি। দু’জনে মিলে করেন ১০৭ রানের জুটি। ৭২ বলে ৭১ রান করে ক্যারি ফেরেন কেন উইলিয়ামসনের বলে।

এরপর অজিদের ২৪৩ রানে নিজের ও ইনিংসের শেষ ওভার করতে এসে পরপর তিন বলে খাজা (৮৮) মিচেল স্টার্ক (০), জেসন বেহেরেনডর্ফকে (০) তুলেন নেন বোল্ট। নাথান লিঁও অপরাজিত ছিলেন শূন্য রানে।

 

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি