ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিদের সম্ভাব্য একাদশ
প্রকাশিত : ১২:৫১, ৩০ জুন ২০১৯

বিশ্বকাপে আজ রোববার ভারতের মুখোমুখি ইংল্যান্ড। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় গড়াবে ম্যাচটি।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে ইংল্যান্ডকে। তবে ইংলিশদের হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাতেই নজর বিরাট কোহলির।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কেউই হারাতে পারেনি ভারতকে। ছয়টি ম্যাচ খেলে তারা জিতেছে পাঁচটিতেই। আরেকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ফলে আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করে ফেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই দুরন্ত ফর্মে থাকা ভারত আজ রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নিতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, জশপ্রীত বুমরা