ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ

প্রকাশিত : ১৫:৫৩, ৪ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:০৫, ৪ জুলাই ২০১৯

আজ নিয়মরক্ষার ম্যাচে নেমেছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসম হোল্ডার।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় হেডিংলিতে শুরু হয়েছে ম্যাচটি।

দুই দলের বিশ্বকাপ শেষ হয়েছে বহু আগেই। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান তাদের। ৮ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে ক্যারিবীয়রা। সেখানে সমান ম্যাচে জয়হীন আফগানরা। ফলে স্থান হয়েছে তলানিতে। জয়ের শেষ সুযোগ তাদের সামনে।

এবারের বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে একাদশে দুই পরিবর্তন এনেছেন তারা। ইনজুরি আক্রান্ত পেসার হামিদ হাসানের পরিবর্তে ঢুকেছেন সাইদ আহমেদ শিরজাদ। আর হাশমতউল্লাহ শাহীদির বদলে স্থান পেয়েছেন দৌলত জাদরান।

একাদশে দুটি রদবদল এনেছে উইন্ডিজও। ওপেনার সুনীল অ্যামব্রিসের জায়গায় অন্তর্ভুক্ত এভিন লুইস। পেসার শ্যানন গ্যাব্রিয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন কেমার রোচ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে থমাস, শেলডন কটরেল, অ্যাশলে নার্স ও কেমার রোচ।

আফগানিস্তান একাদশ : গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), রশিদ খান, সাইদ আহমেদ শিরজাদ, মুজিব উর রহমান ও দৌলত জাদরান।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি