ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

জেনে নিন ব্যাটে-বলে পাঁচ সেরার পরিসংখ্যান

প্রকাশিত : ১৮:১৮, ৪ জুলাই ২০১৯

বিশ্বকাপের লীগ পর্যায়ের খেলা শেষের পথে। কোন কোন দলের ম্যাচ শেষ হয়ে গেছে আবার কারও কারও একটি খেলা বাকি আছে। এ পর্যায়ে সর্বোচ্চ রান ভারতের রোহিত শর্মার। ৫৩টি বাউন্ডারি এবং ১২টি ছক্কার মাধ্যমে ৫৪৪ রান করে রোহিত শীর্ষে রয়েছেন।

মাত্র দুই রানে পিছিয়ে আছেন সাকিব আল-হাসান। তার রান ৫৪২ রান। এর মধ্যে ৫৪টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার রয়েছে।

বোলিংয়েও মুন্সিয়ানা দেখিয়েছে বোলাররা। অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ২৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। এরপরই রয়েছেন নিউজিল্যান্ডের ফার্গুসন। তার দখলে ১৭টি উইকেট।

দেখে নিন ৩ জুলাই পর্যন্ত পাঁচ সেরার কৃতিত্ব-

সেরা পাঁচ ব্যাটসম্যান

খেলোয়াড়

ইনিংস

সর্বোচ্চ

হাফ সেঞ্চুরি

সেঞ্চুরি

স্ট্রাইক রেট

মোট রান

রহিত শর্মা (ভারত)

১৪০

৯৬.৯৬

৫৪৪

সাকিব আল-হাসান (বাংলাদেশ)

১২৪*

৯৭.৮৩

৫৪২

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

১৬৬

৮৬.৫৭

৫১৬

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

১৫৩

১০২.৪৩

৫০৪

জো রুট (ইংল্যান্ড)

১০৭

৯১.৭৪

৫০০

সেরা পাঁচ বোলার

খেলোয়াড়

ওভার

রান

ইকোনমি

সেরা

মোট  উইকেট

মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

৭৪.২

৩৭৩

৫.০১

৫/২৬

২৪

ফারগুসন (নিউজিল্যান্ড)

৬৩.৪

৩১৬

৪.৯৬

৪/৩৭

১৭

জোফরা আর্চার (ইংল্যান্ড)

৮০.৫

৩৮৭

৪.৭৮

৩/২৭

১৭

মোহাম্মদ আমির (পাকিস্তান)

৬৬.০

৩২৭

৪.৯৫

৫/৩০

১৬

মার্ক উড (ইংল্যান্ড)

৭০.৪

৩৬৯

৫.২২

৩/১৮

১৬

তথ্যসূত্র : ক্রিকইনফো

এএইচ/এসি


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি