ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রানের গতি থামল পাকিস্তানের

প্রকাশিত : ১৮:৫০, ৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:৫৩, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

প্রথমে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে যেভাবে রানের পাহাড় গড়ছিল পাকিস্তান সেই গতি অনেকটা থেমে গেছে। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা শুরুটা বেশ ভালোই করেছিল। টস জিতে ব্যাট করতে নেমে তাই ভীষণ চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। এরপর আবার তাদের ব্যাট জ্বলে উঠে। তবে তাদের রানের এ লাগাম টেনে ধরে টাইগাররা। পাঁচ উইকেট হারিয়ে কিছুটা গতি হারায় পাকিস্তান।

শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। এদিন টাইগারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন বাবর আজম। অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। তার সেঞ্চুরির স্বপ্ন ভেঙে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাবর। তার আগে ৯৮ বলে ১১টি চারের সাহায্যে ৯৬ রান করেন তিনি।

প্রথম ওভার থেকে মাত্র ১ রান দেন মিরাজ। ৭ ওভারে আসে মাত্র ২৩ রান। ইনিংসের অষ্টম ওভারে নিজের চতুর্থ ওভার করতে এসে দ্বিতীয় বলেই পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ফাখর জামানকে মিরাজের ক্যাচ বানান সাইফউদ্দীন।

কিন্তু এরপর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে তুলেন ইমাম উল হক আর বাবর আজম। ১৫৭ রানের এই জুটিটি ভাঙেন সেই সাইফউদ্দীনই। সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যাওয়া বাবর আজমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার। ৯৮ বলে ১১ বাউন্ডডারিতে বাবর তখন ৯৬ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের ৯৬ ও ইমাম উল হকের ১০০ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় সংগ্রহের পথে এগোয় পাকিস্তান। তবে ২৫৮ রানে ৫ ইউকেট হারায় পাকিস্তান।

৪৪ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ২৫৫/৫। মাঠে রয়েছেন সরফরাজ ও ইমাদ।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক),ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহীন শাহ আফ্রিদি।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি