ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শততম ম্যাচের সমীকরণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ১৪:২১, ৬ জুলাই ২০১৯

চলতি বিশ্বকাপের ৪৫তম ম্যাচে আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ম্যাচটি অজিদের জন্য তাই নিয়মরক্ষার। কিন্তু এই নিয়মরক্ষার ম্যাচে প্রোটিয়াদের যদি হারাতে পারে ফিঞ্চ-ওয়ার্নাররা, তবে লিগ সেরা হয়েই সেমিফাইনাল খেলবে তারা।

এদিকে নিয়মরক্ষার এই ম্যাচটি অন্য এক কারণে আজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। এটি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শততম ওয়ানডে ম্যাচ। ম্যানচেস্টারের বিখ্যাত ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি জয় দিয়ে রাঙিয়ে তুলতে মরিয়া হয়ে আছে দু`দলই।

চলুন এক নজরে দেখে নেয়া যাক, পূর্বের ৯৯ দেখায় দুই দলের কিছু পরিসংখ্যান-

আগের ৯৯ দেখায় দক্ষিণ আফ্রিকার চেয়ে মাত্র ১ জয় বেশি অস্ট্রেলিয়ার। প্রোটিয়াদের ৪৭ জয়ের বিপরীতে অজিদের জয় ৪৮ ম্যাচে। বাকি ৪ ম্যাচের ৩টি টাই এবং ১টি পরিত্যক্ত।

বিশ্বকাপের ম্যাচেও জয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। বিশ্বমঞ্চে ৫ বারের দেখায় প্রোটিয়াদের ১ জয়ের বিপরীতে অজিদের জয় ৩টিতে। বাকি ম্যাচটি টাই হয়।

এনএস/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি