ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শচীনের রেকর্ডে ভাগ বসালেন সাকিব

প্রকাশিত : ১৮:০৩, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হাফ সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অনন্য এক রেকর্ড ছুঁয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এক বিশ্বকাপে সাতটি হাফ সেঞ্চুরি রেকর্ড আছে ভারতীয় শচীন টেন্ডুলকারের। সেই রেকর্ডে ভাগ বসালেন সাকিব আল হাসান। তবে টেন্ডুলকারের চেয়ে সাকিব তিনটি ম্যাচ কম খেলেছেন।

২০০৩ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে রেকর্ডটা নিজের রেখেছিলেন লিটল মাস্টার টেন্ডুলকার। আর ১৬ বছর পরে সে রেকর্ডে ছুঁয়ে দিলেন সাকিব। সেঞ্চুরিও টেন্ডুলকারের চেয়ে একটি বেশি তার।

তবে সাকিবের চেয়ে টেন্ডুলকারের রান বেশি। ১১ ম্যাচ খেলে টেন্ডুলকারের মোট রান ছিল ৬৭৩ আর সাকিবের ৬০৬।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি