ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

প্রোটিয়াদের কাছে হেরে ইংল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৮:৫৭, ৭ জুলাই ২০১৯ | আপডেট: ১১:০৩, ৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ক্রিকেট বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে এসে দাপট দেখিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ফ্যাফ ডু’প্লেসির পালটা ডেভিড ওয়ার্নারের শতরান৷ ভ্যান ডার দাসেনের হাফসেঞ্চুরির জবাবে অ্যালেক্স ক্যারির ঝোড়ো অর্ধশতরান৷ তবু শেষবেলায় রাবাদা, প্রিটোরিয়াস, ফেলুকাওয়োদের মিলিত আক্রমণে পর পর উইকেট হারানোর মাশুল দিতে হয় অস্ট্রেলিয়াকে৷

শনিবার প্রোটিয়াদের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে ১০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হেরে বসে অস্ট্রেলিয়া৷ ফলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয় অজিদের৷

ইংল্যান্ডের ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫০ ওবারে ৬ উইকেটের বিনিময়ে ৩২৫ রান তোলে৷

জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ৩১৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ শেষ ম্যাচ হেরে যাওয়ায় ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে অস্ট্রেলিয়া৷ আর ১৫ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত৷ ফলে সেমিফাইনালে কোহলিরা সামনে পেয়ে যায় ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা নিউজিল্যান্ডকে৷ আর অস্ট্রেলিয়াকে সামলাতে হবে ১২ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে থাকা আয়োজক ইংল্যান্ডের চ্যালেঞ্জ৷

আগামী বৃহস্পতিবার এজবাস্টনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড৷ এর আগে মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে টিম ইন্ডিয়া প্রথম সেমিফাইনাল খেলতে নামবে কিউয়িদের বিরুদ্ধে৷

ম্যানচেস্টারে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২৫ রান করে প্রোটিয়ারা। মাত্র ৯৪ রানে শতরান করে দলকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়ে দেন ডুপ্লেসি। তার সঙ্গে ৯৭ বলে ৯৫ রান করেন রাসি।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও নাথন লায়ন৷ ১টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও জেসন বেহরেনডর্ফ৷ স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস ও গ্লেন ম্যাক্সওয়েল কোনও উইকেট পাননি৷

৩২৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্রা ৫ রানে ফিরে যান অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। এরপর একে একে ফিরে যান স্টিভ স্মিথ, মারকাস স্টোইনিস (২২), গ্লেন ম্যাক্সওয়েল (১২)। ওয়ার্নার একটা চেষ্টা করলেও তার পাশে দাঁড়াবার মতো কাউকে পাওয়া যায়নি। ৪০ তম ওভারে ওয়ার্নার পড়ে যেতেই জেতার আশা শেষ হয়ে যায় অজিদের।

অবশ্য, দক্ষিণ আফ্রিকার জয়ের মূল কারিগর কাগিসে রাবাদা। ৫৬ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বোতলে পুরে ফেলেন তিনি। এ ছাড়া, প্রিটোরিয়াস ও ফেলুকাওয়ো ২টি করে উইকেট দখল করেন৷ ১টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির ও ক্রিস মরিস৷ ম্যাচের সেরা হয়েছেন ডু’প্লেসি৷


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি