সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে যা হবে
প্রকাশিত : ১২:১৫, ৯ জুলাই ২০১৯
শেষপ্রান্তে এসে পৌঁছেছে বিশ্বকাপের দ্বাদশ আসর। গ্রুপ পর্ব শেষে আজ থেকে শুরু ফাইনালে ওঠার লড়াই।
এ লড়াইয়ে প্রথম দুই প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপের এ আসরে সেমিফাইনালের সময় রিজার্ভডে রাখা হয়েছে। বৃষ্টির কারণে আজ যদি খেলা না হয়, তাহলে আগামীকাল বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
যদি সেদিনও বৃষ্টির সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে নিউজিল্যান্ডকে হটিয়ে ফাইনালের টিকিট পাবে ভারত। কেননা, গ্রুপ পর্বে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কোহলিরা।
বিশ্বকাপ ২০১৯ সালের নকআউট পর্বের নিয়ম-
*২টি সেমিফাইনাল ও ফাইনালে থাকছে রিজার্ভডে। প্রতিদিনই ১২০ মিনিট পর্যন্ত সময় বাড়ানো যাবে খেলা শেষ করার জন্য। তবে সব ম্যাচেই দুই দলকে অন্তত ২০ ওভার খেলতে হবে।
*কোনও ম্যাচ নির্ধারিত দিনে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে শেষ না হলে রিজার্ভডেতে তা আগের দিন যেখানে শেষ হয়েছে, পরের দিন সেখান থেকে শুরু হবে।
*কোনও ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে নিষ্পত্তি হবে।
*কোনও সেমিফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি ছিল, তারা ফাইনালে চলে যাবে।
এই নিয়মে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে চলে যাবে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে এই নিয়ে সপ্তমবার সেমিফাইনালে খেলছে ভারত। এর আগের ছয়বারের মধ্যে তিনবার জিতেছে ভারত। হেরেছে তিনবার।
আসরের দ্বিতীয় সেমিফাইনাল ১১ জুলাই বার্মিংহামে। সে ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
সূত্র: জি নিউজ