ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের বাকি অংশ আজ

প্রকাশিত : ০৮:৪৬, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ১১:৩৮, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের বাকি অংশ খেলা মাঠে গড়াবে আজ বুধবার। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে খেলা।

এর আগে গতকাল মঙ্গলবার ভারতের বিপক্ষে মেঘাচ্ছন্ন আকাশে টস জিতে ব্যাটিং নিয়ে প্রশ্নবিদ্ধ হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলীয় ১ রানে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। আরেক ওপেনার হেনরি নিকোলস করেন ২৮ রান।

উইলিয়ামসন ও রস টেইলর গড়েন ৬৫ রানের জুটি। ব্যক্তিগত ৬৭ রানে চাহালের শিকার হন কিউই দলপতি।

পরে ৪৬ ওভার বলে বৃষ্টিতে ম্যাচটি বন্ধ হয়ে যায়। সে সময় নিউজিল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ২১১। টেইলর ৬৭ এবং টম লাথাম ৩ রান করে অপরাজিত আছেন।

রিজার্ড ডেতে নিউজিল্যান্ড আরও ২৩টি বল ব্যাট করার সুযোগ পাবে। যদি আজও ম্যাচটি বৃষ্টির কারণে শেষ না হয়, তাহলে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালে উঠবে ভারত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি