ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ক্রিকেটে বদলি খেলোয়াড়ের নিয়ম পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ক্রিকেটে আসছে নতুন নিয়ম। মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানোর নতুন নিয়ম চালু করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

আগামী ১ আগস্ট থেকে অ্যাশেজই এই নিয়ম কার্যকর হবে। লন্ডনে বার্ষিক সম্মেলনে এ নিয়ম পাশ করেছে আইসিসি। এ ছাড়া স্লো ওভার রেট নিয়েও নিয়ম পাল্টানো হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ ও প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মটি কার্যকর হবে। নিয়মটি পাশ করার আগে ঘরোয়া ক্রিকেটে দুই বছর মহড়া দিয়েছে আইসিসি। মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানো হয়েছে ঘরোয়া ক্রিকেটে।

উল্লেখ্য, ২০১৪ সালে মাথায় বলের আঘাতে মৃত্যু ঘটেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপের। তারপর থেকে ক্রিকেটে বদলি খেলোয়াড় নামানোর ইস্যুটি ভালোভাবেই জোড়াল হয়েছে। তাই তো ২০১৬-১৭ তে নিজেদের ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু করা হয়। তবে এটির জন্য আইসিসি থেকে অনুমতি নিতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি