ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মরগানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেনি ঢাকা ডায়নামাইটস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

এখনো চূড়ান্ত হয়নি ঢাকা ডায়নামাইটসের হয়ে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের খেলা। যদিও একদিন আগে পর্যন্ত জানা যায় বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন তিনি।

মরগানের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি তবে আলোচনা অনেকটাই এগিয়েছে। সোমবার ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এমনটাই জানায় ডায়নামাইটসের কর্তৃপক্ষ।

পোস্টে লেখা, ‘সম্প্রতি খবরে প্রকাশ হয়েছে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন। তবে আমরা জানাতে চাই এখনও তার সঙ্গে আমাদের আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি।’ তবে এ চুক্তি নিয়ে আশাবাদি ডায়নামাইটস।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি