ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সরফরাজের জায়গায় হারিসকে দেখতে চান শোয়েব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থ হয়েছে সরফরাজ আহমেদের দল অর্থাৎ পাকিস্তান টিম। সেমিফাইনালের আগেই বিদায়! এর সঙ্গে আবার চিরপ্রতিদ্বন্ধী ভারতের কাছে হার। সবকিছুই নিয়ে সরফরাজের বিরুদ্ধে দাঁড়িয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এবং সমর্থকেরা।

প্রায় প্রতিদিনই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত কেউ না কেউ সরফরাজকে আক্রমণ করেই চলেছে। সেই তালিকায় আছেন শোয়েব আখতারও। অনেকের মতো তিনিও প্রশ্ন তুলেছিলেন সরফরাজের পারফর্মেন্স নিয়ে। 

এবার সেই শোয়েব আখতার সরাসরি জানালেন, পাকিস্তান দলে অধিনায়ক পদে পরিবর্তন আনার কথা। অর্থাৎ সরফরাজকে আর জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছেন না। তবে এখনই সরফরাজকে দল থেকে বাদ দিতে চান না শোয়েব আখতার। বরং কিপার কাম ব্যাটসম্যান হিসাবে সরফরাজকে দলে রাখতে চান তিনি।

পাকিস্তান ক্রিকেটের বেশ কিছু প্রাক্তন সরফরাজের বদলে বাবর আজমকে ক্যাপ্টেন করার দাবি তুলেছেন। তবে শোয়েব কিন্তু অন্য কথা বলছেন, তিনি চাচ্ছেন একদিনের ও টি-২০ ক্রিকেটে হ্যারিস সোহেলকে ক্যাপ্টেন হিসেবে। আর বাবর আজমকে টেস্ট দলের ক্যাপ্টেন।

এএইচ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি