ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মেসির ওপর হামলা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। রোববার অ্যান্টিগার ইবিজায় বার্সা সতীর্থ্য লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও বার্সার সাবেক সতীর্থ্য সেস ফ্যাব্রিগাসের সঙ্গে এক পার্টিতে যোগ দিয়েছিলেন মেসি। সে পার্টিতেই মেসির উপর হামলার করার চেষ্টা করা হয় বলে জানা যায়।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এমন একটি ভিডিও। তাতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের বলয়ে পার্টি থেকে বেরিয়ে যাচ্ছেন মেসি ও তার স্ত্রী। ক্যাপশনে লেখা, ‘মেসি অক্ষত অবস্থায় নিরাপদভাবে নিরাপত্তা বলয়ে বেরিয়ে যাচ্ছেন।’ কিন্তু কেন এবং কারা এই তারকা ফুটবলারের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন তা জানা যায়নি।

কোপা আমেরিকা থেকে বিদায় নেয়ার পর বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে ছুটি কাটাচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী মাসে শুরু হবে লা লিগার নতুন মৌসুম। আগামী ১৭ আগস্ট অ্যাটলেটিকো বিলবাওর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯-২০ মৌসুম শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।  

এনএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি