ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

ভারতের নারী হকি দল ঢাকায় আসছে কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ নারী হকি দলের সঙ্গে সিরিজ প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) নারী হকি দল। আগামীকাল সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে তারা।  

সেপ্টেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এশিয়ান উইমেন্স জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকিতে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে বাংলাদেশের মেয়েরা ভারতের বিরুদ্ধে যে ৬টি প্রীতি ম্যাচ খেলবে তা শুরু হবে আগামী মঙ্গলবার। এদিন, বিকাল ৪টায় হবে প্রথম ম্যাচ।

একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। রোববার, সোমবার ও বুধবার অনুষ্ঠিত হবে পরের তিনটি ম্যাচ। সিরিজের সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

উল্লেখ্য, উইমেন্স জুনিয়র (অ-২১) এএইচএফ কাপে ‘বি’ গ্রুপে খেলতে বাংলাদেশের মেয়েদের সিঙ্গাপুর যাওয়ার কথা ৪ সেপ্টেম্বর। ৯ থেকে সেপ্টেম্বর হবে ৮ দেশের এই টুর্নামেন্ট। লাল-সবুজের মেয়েদের প্রতিপক্ষ হংকং চায়না, নেপাল ও শ্রীলঙ্কা। আর ‘এ’ গ্রুপে লড়বে চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, উজবেকিস্তান। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নারীদের জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি