ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

চ্যাম্পিয়ন্স লীগের ড্র আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ক্লাব ফুটবলের ২০১৯-২০ মৌসুমের সর্বোচ্চ আসরটি শুরু হতে যাচ্ছে আগামী ১৭ সেপ্টেম্বর। তার আগে আজ হতে যাচ্ছে গ্রুপ পর্বের ড্র। চ্যাম্পিয়ন্স লীগের ড্র মানেই ‘মৃত্যুকূপ’ নিয়ে জল্পনা-কল্পনা।

ইউরোপের শীর্ষ লীগগুলোর ৩২টি ক্লাব চার দল করে ভাগ হবে আটটি গ্রুপে। কে পড়ছে কোন গ্রুপে, কার প্রতিপক্ষ হচ্ছে কে- সেটিই ড্র ভাগ্যে নির্ধারিত হবে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে সেই অনুষ্ঠান।

এবারের ড্রতে সম্ভাব্য মৃত্যুকূপের দল হিসেবে দেখা হচ্ছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারকে। গত আসরের শেষ চারে খেলা ক্লাবটি লীগের অবস্থান অনুসারে পট-২-এ স্থান পেয়েছে। হ্যারি কেনরা প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন বার্সেলোনা, জুভেন্তাস বা পিএসজির একটি এবং ভ্যালেন্সিয়া ও আরবি লিপজিগকে।

পট ১ :
লিভারপুল, চেলসি, বার্সেলোনা, ম্যানসিটি, জুভেন্তাস, বায়ার্ন, পিএসজি, জেনিত

পট ২ :
রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, ন্যাপোলি, শাখতার দোনেৎস্ক, টটেনহাম, বেনফিকা ও লিও/আয়াক্স

পট ৩ :
লেভাকুসেন, রেড বুল সালজবুর্গ, অলিম্পিয়াকোস, ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান, দিনামো জাগরেব, লোকোমোটিব মস্কো ও অন্য একটি দল

পট ৪ :
জেঙ্ক, গ্যালাতাসারে, আরবি লিপজিগ, রেড স্টার বেলগ্রেড, অ্যাটালান্টা, লিলে ও অন্য একটি দল।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি