ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

বেলের জোড়া গোলে হার এড়াল রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়ে শেষমেশ গ্যারেথ বেলের জোড়া গোলে হার এড়াল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে ভিয়ারিয়ালের মাঠে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। জানুয়ারিতে গত আসরের প্রথম দেখায় দলটির সঙ্গে একই স্কোরে ড্র করেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।

রক্ষণের দুর্বলতায় ম্যাচের শুরুতেই ভিয়ারিয়ালের মোরেনো’র গোলে পিছিয়ে পড়ে রিয়াল। বিরতির ঠিক আগ মুহূর্তে কারভাহালের কাছ থেকে বল পেয়ে জালে পাঠান বেল। সৃমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৪তম মিনিটে মোই গোমেস গোল করে আবারো ভিয়ারিয়ালকে এগিয়ে নেন। তবে ম্যাচের ৮৬তম মিনিটে লুকা মদ্রিচের দারুণ পাসে হার এড়ানো গোলটি করেন ওয়েলস তারকা বেল।

এদিকে, অপর ম্যাচে এইবারকে ৩-২ গোলে হারানো আতলেটিকো মাদ্রিদ তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি