ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

সার্বিয়ার বিপক্ষে পর্তুগালের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইউরো বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে সার্বিয়াকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ফলে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রতিযোগিতাটির শিরোপাধারীরা।

টানা দুই ম্যাচ পয়েন্ট ভাগাভাগির পর আবারও ড্রয়ের শঙ্কায় পড়েছিল পর্তুগাল। তবে শেষ পর্যন্ত ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে অতিথিরা।

সার্বিয়ার মাঠে প্রথমার্ধেই উইলিয়াম কারভালহোর গোলে লিড নিয়ে বিরতিতে যায় রোনালদোরা। ম্যাচের ৫৮তম মিনিটে গনসালে গুদেস ও ৮০তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান জুভেন্টাস ফরোয়ার্ড সিআরসেভেন।

মাঝে গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি সার্বিয়া। আর পর্তুগালের হয়ে চতুর্থ গোলটি করেন সিলভা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি