ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ইউরো বাছাইপর্বে শীর্ষে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

উয়েফা ইউরো ফুটবলের বাছাইপর্বে দারুণ ছন্দে এগিয়ে চলা নরদার্ন আয়ারল্যান্ডকে প্রথম হারের স্বাদ দিয়েছে জার্মানি।

সোমবার রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে আইরিশদের ২-০ গোলে হারিয়েছে জোয়াকিম লো’র দল। এই জয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

বেলফাস্টে শুরু থেকে সমান তালে লড়লেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের অপেক্ষা শেষ হয়।

ম্যাচের ৪৮তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে বুলেট গতির হাফ-ভলিতে জার্মানিকে এগিয়ে নেন লেফট-ব্যাক হাসটেনবার্গ। গোলের পর আক্রমণের ধার বাড়ে তাদের। তবে জয় নিশ্চিত করার জন্য গোল পাচ্ছিল না তারা।

ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে অবিশ্বাস্য দক্ষতায় দলের জয় নিশ্চিত করেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জিনার্বি। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি