ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ইউরো বাছাইয়ে আজ ফ্রান্সের প্রতিপক্ষ এন্ডোরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইউরো বাছাইয়ে আজ মঙ্গলবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এন্ডোরার বিপক্ষে মাঠে নামবে শিরোপা প্রত্যাশী ফ্রান্স।

বাংলাদেশ সময় দিনগত রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। আগের পাঁচ খেলায় ১২ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

শক্তির বিচারে এন্ডোরার চেয়ে যোজন এগিয়ে দুই বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপরও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ তারা। বরং নিজেদের স্বাভাবিক নৈপুণ্য দেখিয়ে জয় তুলে নিতে চায় তারা।

এদিকে, ফ্রান্সের তুলনায় মাঠের লড়াইয়ে পিছিয়ে থাকলেও সাফল্য দিয়ে বিশ্বকে চমকে দিতে চায় এন্ডোরা। একই সময় টুর্নামেন্টের অন্য ম্যাচে কসভোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর আর লিথুয়ানিয়ার প্রতিপক্ষ পর্তুগাল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি