ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

অ্যান্ডোরার জালে ফরাসিদের ৩ গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার দিবাগত রাতে ২০২০ ইউরো বাছাই পর্বের ‘এইচ’ গ্রুপে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসিরা।

স্তাদ দে ফ্রান্সে ম্যাচের ১৮তম মিনিটে কোমানের গোলে এগিয়ে যায় গতবারের রানার্সআপ ফ্রান্স। ১০ মিনিট পর পেনাল্টি মিস করে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন গ্রিজমান।

বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে আর সুযোগ নষ্ট করেননি ল্যাঙ্গলেট। তার গোলে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসিরা। যোগ করা সময়ে ইয়েদের গোল করলে ৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এ জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি