ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

বুন্দেসলিগায় রাতে মুখোমুখি ফরচুনা-উলফসবুর্গ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় আজ শুক্রবার রাতে ফরচুনা ডুসেলডর্ফের বিপক্ষে মাঠে নামবে উলফসবুর্গ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।

চলতি আসরে দু’দলের জন্যই এটি চতুর্থ ম্যাচ। প্রথম তিন ম্যাচে দুটিতে জয় ও একটিতে ড্র নিয়ে এখনও অপরাজিত রয়েছে উলফসবুর্গ। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে তারা।

এদিকে, তিন ম্যাচ শেষে দুটিতে হার ও একটি জয় রয়েছে ডুসেলডর্ফের। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে রয়েছে দলটি। এই ম্যাচে প্রতিপক্ষ অপেক্ষাকৃত শক্তিশালী হলেও ঘরের মাঠে দশর্কদের বাড়তি অনুপ্রেরণা কাজে লাগিয়ে জয় চায় ডুসেলডর্ফ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি