ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

লিভারপুলের জয়রথ থামাল ম্যানইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৮তম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল লিভারপুল। তবে হাই ভোল্টেজ ম্যাচটিতে অলরেডদের জিততে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। স্বাগতিকদের প্রথমার্ধে এগিয়ে নেন ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধে লিভারপুলকে সমতায় ফেরান অ্যাডাম লালানা।

দুই জায়ান্টের লড়াইয়ে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকে আক্রমণাত্মক ছিল রেড ডেভিলরা। কিন্তু স্নায়ুচাপ কাটিয়ে গোল আদায় করতে পারছিল না তারা।

ম্যাচের ৩৬তম মিনিটে ড্যানিয়েলের ক্রস থেকে বল পেয়ে ইউনাইটেডকে এগিয়ে নেন র‌্যাশফোর্ড। বিরতির পর আক্রমণের গতি বাড়ে লিভারপুলের। ম্যাচের ৮৬তম মিনিটে ইউনাইটেডের বাজে ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে সমতা ফেরে অতিথিরা।

এ ড্রয়ের পরও ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি। আর ১০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি