ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

ড্রয়ের বৃত্ত ভাঙতে পারছে না ম্যানইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ২ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে ড্রয়ের বৃত্ত ভাঙতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানইউ ও অ্যাস্টন ভিলা।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের একাদশ মিনিটে পিছিয়ে পড়ে উলে গুনার সুলশারের দল। গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। তবে ম্যাচের ৪২তম মিনিটে প্রতিপক্ষের টম হিয়েটনের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪তম মিনিটে সেট-পিস থেকে ভিক্তর লেনদেলোভের গোলে লিড পায় ম্যানইউ। কিন্তু দুই মিনিট পরেই অ্যাস্টনের ইংলিশ ডিফেন্ডার মিঙ্গস গোল করলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

লিগে এই নিয়ে টানা দুই ও মোট ছয় ম্যাচ ড্র করল রেড ডেভিলরা। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে দলটি। সমান ম্যাচ খেলে টেবিলের ১৫ নম্বরে রয়েছে অ্যাস্টন ভিলা।

এদিকে, এভারটনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিস্টার সিটি। ১৪ ম্যাচে ১০ জয়, ২ হার ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি