ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

বোলারদের নৈপূণ্যে খুলনার লক্ষ্য ১৫৮

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ২০:৩২, ২৮ ডিসেম্বর ২০১৯

খুলনা ও সিলেটের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত

খুলনা ও সিলেটের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত

বঙ্গবন্ধু বিপিএলে শনিবার (২৮ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি সিলেট থান্ডার্স। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস হেরে আগে সিলেট ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করলেও বোলারদের নৈপূণ্যে দ্রুতই নিয়ন্ত্রণে ফেরে খুলনা। যাতে দলটির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান। 

এদিন রাতের এ ম্যাচে ৫৩ বলে ৬২ রানের ওপেনিং জুটি গড়ে বিচ্ছিন্ন হন ফ্লেচার। ফ্রাইলিঙ্কের বলে মুশফিকের গ্লাভসে ধরা পড়ার আগে চারটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। 

ঝড়ো গতিতে ব্যাট করা ফ্লেচার ২৪ বলে ৩৭ রান করে আউট হলেও উল্টোরথে খেলা রুবেল মিয়া ফেরেন ৪৪ বলে ৩৯ রান করে। একই ওভারে মোহাম্মদ মিঠুনকে শূন্য রানে ফিরিয়ে ম্যাচের লাগাম নিজের নিয়ন্ত্রণে এনে দেন পেসার শহিদুল। 

তার আগেই অবশ্য সাজঘরে ফেরেন আরেক ক্যারিবিয় জনসন চার্লস। ১২ বলে ১৭ করে আউট হন এই ডানহাতি। মাত্র তিন রানের মধ্যে তিন উইকেট হারিয়ে সিলেটের স্কোর হয়ে যায় ১০৪/৪। 

এদিন বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রুবেল মিয়া যেন ভুগছিলেন দারুণ অস্বস্তিতে। কিছুতেই বাউন্ডারি বের করতে পারছিলেন না ঢাকার এই ব্যাটসম্যান। তবে দশম ওভারে গিয়ে স্বরূপে দেখা যায় তাকে। পরপর চার বলের তিনটিতে চার-ছক্কা হাঁকিয়ে যেন বুঝিয়ে দিলেন, বাউন্ডারি তিনিও মারতে পারেন। 

অর্থাৎ ৩১ বলে ১৭ রান করা রুবেল মিয়া বাউন্ডারির দেখা পান ৩২তম বলে গিয়ে। ছক্কা মেরে বিপিএলে নিজের বাউন্ডারির খাতা খোলেন ঢাকার এই অচেনা ক্রিকেটার। 

শেষ দিকে রাদারফোর্ড ও মোসাদ্দেকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫৭ রানের সংগ্রহ পায় থান্ডার্সরা। যেখানে রাদারফোর্ড ২০ বলে ২৬ রানে এবং মোসাদ্দেক ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। 

সিলেটের এই সংগ্রহের দিনে খুলনার বোলার মোহাম্মদ আমির খুব কিপটে বোলিং করলেও উইকেটহীন থাকতে হয় তাকে। সেক্ষেত্রে সবচেয়ে সফল ছিলেন তরুণ পেসার শহিদুল ইসলাম। ২৬ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। যাতে সাত ম্যাচে ১২ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন খুলনার এই বোলার।

তবে সবচেয়ে খরুচে বল করেন রবি ফ্রাইলিঙ্ক। চার ওভার হাত ঘুরিয়ে দুটি উইকেট পেলেও রান দিয়েছেন ৫৮টি। যাতে ওই স্কোর গড়ে সিলেট। 

এদিকে, নিজেদের খেলা ছয় ম্যাচের মধ্যে চারটি জিতে পয়েট টেবিলের তৃতীয় স্থানে আছে খুলনা। আজ জিতলে সুযোগ থাকবে দুইয়ে অবস্থান নেয়ার। অন্যদিকে, ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জিতে পয়েন্ট টেবিলের তলানিতে সিলেট। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি